চট্টগ্রামে ‘মন মঞ্জিলে’ নাটকের শুটিং চলাকালে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। রবিবার শুটিং সেটে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা গ্রহণের পর তিনি কিছুটা সুস্থ হলেও এখনও শারীরিকভাবে দুর্বল। ফলে শুটিং চালিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই বলে নির্মাতা তাঁর অংশের শুটিং আপাতত স্থগিত করেছেন।
সোমবার সকালেই তিনি ঢাকায় ফিরে আসেন। এ বিষয়ে তটিনী বলেন, ‘চিকিৎসকের পরামর্শে আমাকে আরও দুই দিন বিশ্রামে থাকতে বলা হয়েছে। নির্মাতা আপাতত আমার অংশ বাদ রেখে বাকি কাজ চালিয়ে যাচ্ছেন।’
এ অভিনেত্রী বর্তমানে একাধিক নাটকে কাজ করছেন। তবে সুস্থ না হওয়া পর্যন্ত তিনি নতুন কোনো শুটিংয়ে অংশ নিচ্ছেন না বলেও জানা গেছে।