ল্যাপটপ ব্র্যান্ডগুলোর মধ্যে আসুস সবসময়ই নিয়ে আসছে নতুনত্ব। ২০২৪ সালে বাজারে আসা ব্র্যান্ডটির ল্যাপটপেও দেখা গেছে ভিন্নতা। এর মধ্যে অন্যতম সেরা একটি ল্যাপটপ হলো আসুস জেনবুক এস ১৪। আসুস জেনবুক এস ১৪-এর ডিজাইনে ব্যবহার করা হয়েছে সেরালুমিনাম কোটিং, যা প্লাজমা সিরামিক অ্যালুমিনিয়ামের আধুনিক সংস্করণ। এর ডায়াগোনাল প্যাটার্নযুক্ত লিডের নকশা ল্যাপটপটিকে দিয়েছে মার্জিত রূপ। ল্যাপটপটি খুবই হালকা, মাত্র ১.২ কেজি এবং পুরুত্ব ১১.৯ মিমি। স্লিম প্রোফাইলের ডিভাইসটি বহন করা খুবই সহজ। কর্মক্ষেত্রে যাদের প্রতিনিয়ত ল্যাপটপ নিয়ে যেতে হয়, তাদের জন্য লেটেস্ট আসুস মডেলটি চমৎকার অপশন হতে পারে। আসুস জেনবুক এস ১৪-এর অন্যতম প্রধান আকর্ষণ হলো ইন্টেলের নতুন লুনার লেক প্রসেসর। এই প্রসেসরে রয়েছে কোর আল্ট্রা ২৫৬ভি চিপ, যা সেপ্টেম্বর ২০২৪-এ উন্মোচন করা হয়। এর বিশেষত্ব হলো নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ), যা জটিল এআই কার্যক্রম পরিচালনায় দক্ষ। এই ল্যাপটপের এনপিইউয়ে আছে ডেডিকেটেড এআই ইঞ্জিন। মূলত এআই নির্ভরশীল কাজগুলো আরও দক্ষভাবে এবং দ্রুত করার জন্য এটি ডিজাইন করা হয়েছে। এই এনপিইউ ১২ টেরা অপারেশন পার সেকেন্ড (টপস) ক্ষমতাসম্পন্ন হওয়ায় ফটো এডিটিং, ডেটা অ্যানালিটিকস এবং মেশিন লার্নিংয়ের মতো কাজগুলো দ্রুতগতিতে করা যায়।
ল্যাপটপটির ১৪ ইঞ্চি ডিসপ্লেটি হলো থ্রিকে আসুস লুমিনা ওলেড ডিসপ্লে। এটি ১০০% ডিসিআই-পি৩ কালার গামুট ফিচারের হওয়ায় এর ভিজ্যুয়াল নিখুঁত রঙের। মুভি স্ট্রিমিং, ফটো এডিটিং কিংবা প্রেজেন্টেশন– যে কোন সময়ই এর ভিজ্যুয়াল থাকে উজ্জ্বল আর রঙিন। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা ডিজাইনার মতো পেশাদারদের জন্য এই ল্যাপটপের ওলেড স্ক্রিনের ভিজ্যুয়াল দিবে সেরা অভিজ্ঞতা। আর অডিও সিস্টেমের এর জন্য হারমান-কারডন ব্র্যান্ডের চারটি স্পিকার আছে এই ল্যাপটপে। সাউন্ড সিস্টেমে সিনেমাটিক অডিও এক্সপেরিয়েন্সের জন্য যেটি কিনা এখনও শীর্ষে।