আসামে নিরবের সঙ্গী বুবলী

0

‘আসাম যাচ্ছেন শাকিব খান’- শিরোনামে কালের কণ্ঠে সংবাদ প্রকাশিত হয় ২১ ডিসেম্বর। ২৮ ও ২৯ ডিসেম্বর ভারতের রাজ্যটির পশ্চিম খাগড়াবাড়ি ও পশ্চিম গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করার কথা তাঁর। এবার জানা গেল, ২৮ ডিসেম্বর শুধু শাকিব খান নন, সেদিন আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় এনএইচ এন্টারটেইনমেন্টের আয়োজনে একটি শোতে অংশ নেবেন শবনম বুবলীও। তার সঙ্গে আরো থাকবেন নিরব হোসেন।

গতকাল নিরব বলেন, ‘প্রথমবার আমি ও বুবলী আসাম যাচ্ছি। সেখানকার মানুষ আমাদের খুব পছন্দ করে। এবারই প্রথম তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হচ্ছে। আশা করছি দারুণ অভিজ্ঞতা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here