আসামে গ্রেফতার আইএসের ভারতীয় শাখার প্রধান ফারুকি

0

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইসিস)-এর ভারতীয় শাখার প্রধান হারিস ফারুকি ওরফে হরিশ আজমল ফারুকিকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। 

বুধবার আসামের ধুবড়ি সীমান্ত এলাকায় তাকে গ্রেফতার করে রাজ্যটির পুলিশের ‘স্পেশাল টাস্ক ফোর্স’ (এসটিএফ)। ফারুকির সাথেই গ্রেফতার করা হয়েছে তারই অন্যতম সহযোগী অনুরাগ সিং ওরফে রেহান। 

বিবৃতিতে আরো জানানো হয়েছে, ‘বুধবার ভোর ৪.১৫ মিনিট নাগাদ ওই দুজনকে ধুবরি সেক্টরের ধরমশালা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গুয়াহাটিতে এসটিএফের সদর দফতরে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ পর্ব চলে।’ 

এসটিফ জানিয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা ফারুকি, অন্যদিকে হরিয়ানার পানিপথের বাসিন্দা অনুরাগ সিং আদতে হিন্দু হলেও পরবর্তীতে নিজের ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেন। 

আসাম পুলিশ জানিয়েছে ফারুকি ও অনুরাগের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র হাতে তুলে দেওয়া হবে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফারুকি দিল্লী আইসিস মডিউলের অন্যতম অভিযুক্ত এবং আলিগড় মডিউলের প্রতিষ্ঠাতা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here