খুব শিগগরিই ভারতের আসাম রাজ্যের শিলচরে একটি বাংলাদেশি ভিসা কেন্দ্র চালু হচ্ছে। আসামের বরাক উপত্যকার তিনটি জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়েই শিলচরে এই বাংলাদেশ ভিসা কেন্দ্র চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাইকমিশনার রুহুল আমিন।
শিলচরে অনুষ্ঠিত ভাষা সংস্কৃতিক মিলন উৎসবে যোগ দেওয়ার ফাঁকে বিষয়টি জানান রুহুল আমিন। আসামের বরাক উপত্যকার অন্তর্গত কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার মানুষদের কাছে বাংলাদেশি ভিসার চাহিদার গুরুত্বের বিষয়টি তুলে ধরে রুহুল আমিন বলেন, ‘মূলত এই দিকটি চিন্তাভাবনা করেই কাছার জেলার সদর শহর শিলচরে একটি বাংলাদেশি ভিসা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পাশাপাশি কাছাড় জেলার কাটিগোড়ায় সুরমা নদীর তীরে ৫০০ বিঘা জমিতে প্রস্তাবিত ওই সীমান্ত হাট স্থাপনের প্রস্তাব নিয়ে রুহুল আমিন বলেন, ‘আসামের কাটিগোড়ার হরিনগর-২ অংশে একটি সীমান্ত বাজার (বর্ডার হাট) শুরু করার যে প্রস্তাব ছিল, সেটি বিবেচনাধীন রয়েছে। অদূর ভবিষ্যতে সেটি শুরু করা যাবে বলে আশা করছি।’
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার দুই দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে সদিচ্ছা ও সমন্বয় স্থাপনের জন্য এ ধরনের দুইটি সীমান্ত হাট খোলার কথা ভাবছে। কারণ আমাদের সরকার সবসময় ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর জোর দেয়।’