‘আসমানি ফায়সালা যেকোনো সময়’, দুয়ারে রেখে যাওয়া চিরকুটে লেখা

0

রাতে পরিবারের সঙ্গে ঘুমান মনির হোসেন ও বাবুল মিয়া। সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে দেখেন কাপনের কাপড়। সঙ্গে আছে গোলাপজল, আগরবাতি ও দাফনের অন্যান্য জিনিসপত্র। এর সঙ্গে একটি চিরকুট। চিরকুটে লেখা, ‘আসমানি ফায়সালা যেকোনো সময়।’

ঘটনাটি ঘটেছে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামে। এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন গ্রামের বাসিন্দারা।

ওই গ্রামের আরেক বাসিন্দা সোহেল আমিন বলেন, আমাদের গ্রামের এই প্রথম এমন ঘটনা। ঘটনার অনেক দিন কেটে গেলেও এখনও গ্রামের মানুষ আতঙ্কে আছে। গ্রামের মনির ছাড়াও গ্রামের অপর প্রান্তের আরেক যুবকের বাড়িতে একই রাতে এসব জিনিসপত্র রাখা হয়েছে। তার নাম বাবুল মিয়া। ঘটনার পর থেকে মনির ও বাবুলের পরিবার খুবই আতঙ্কে আছে। গ্রামের মানুষও আতঙ্কে আছে। আমরা সামনে এমন ঘটনা দেখতে চাই না।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ এসেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here