আসছে শাহরুখের ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

0

দীর্ঘ চার বছর বিরতির পর ২০২৩ সালে তিনটি ব্লকবাস্টার নিয়ে ফেরেন বলিউড কিং শাহরুখ খান। দর্শকদের উপহার দেন ‘ডানকি’, ‘জওয়ান’ ও ‘পাঠান’।

এরই মধ্যে শাহরুখ ভক্তদের জন্য এলো সুখবর। শোনা যাচ্ছে, শাহরুখের সাড়া জাগানো ছবি ‘ম্যায় হু না’র দ্বিতীয় কিস্তি আসছে। ২০০৪ সালে ‘ম্যায় হু না’য় পরিচালক ফারহা খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেন শাহরুখ। এবার ফারহা’র পরিচালনায় আসছে দ্বিতীয় কিস্তি। কিন্তু ছবিটিতে শাহরুখ থাকবেন কিনা, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুসারে, ‘ম্যায় হু না টু’ তৈরি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। তবে তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়াটি শুনবেন, এবং তারপরেই অভিনয়ের সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

শাহরুখ খান ও ফারাহ খান ম্যায় হুঁ না, ওম শান্তি ওম এবং হ্যাপি নিউ ইয়ার ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যদি সিক্যুয়েলটি তৈরি হয়, তাহলে এটি তাদের চতুর্থ ছবি হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here