বিশ্বে প্রথমবারের মতো লিথিয়াম মুক্ত সোডিয়াম-আয়ন ব্যাটারি চালিত গাড়ি আসছে আসন্ন জানুয়ারিতে। গাড়িটি আনছে ফোক্সভাগেন-সমর্থিত চীনা গাড়ি নির্মাতা কোম্পানি ‘জেএসি মোটর্স’। ‘ইওয়েই’ সিরিজের এই গাড়িতে সোডিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হবে।
জানানো হয়েছে, নতুন এ ব্যাটারির সোডিয়াম-আয়ন প্রযুক্তি প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির ঘনত্বের তুলনায় কম। গাড়ির উৎপাদন খরচ কমার পাশাপাশি ঠাণ্ডা আবহাওয়ায়র এটি থাকবে বেশ কার্যকর।
কারনিউজচায়না জানিয়েছে, সেহল মডেলে প্রতি ঘণ্টায় বিদ্যুৎ খরচ ২৫ কিলোওয়াট, যার ঘনত্ব প্রতি কেজিতে ১২০ ওয়াট। আর এর সর্বোচ্চ গতিসীমা ২৫২ কিলোমিটার, যেখানে ৩সি থেকে ৪সি চার্জিং সুবিধা আছে। আর এতে ব্যবহার করা হয়েছে ‘হিনা এনএসিআর৩২১৪০’ নামের ব্যাটারি সেল।