আসছে রোশানের ক্রাইম থ্রিলার ‘অপলাপ’

0

আগামী ২৯ আগস্ট ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে আসছে এ প্রজন্মের নায়ক জিয়াউল রোশান অভিনীত ওয়েব ফিল্ম ‘অপলাপ’। এতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে। নাজিম উদ দৌলার রচনায় এটি নির্মাণ করেছেন মোহাম্মদ আলী মুন্না। ছবিতে আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইমতিয়াজ বর্ষণ ও প্রিয়ন্তীসহ আরও অনেকে।

ওয়েব ফিল্মটিতে অভিনয় নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে জিয়াউল রোশান বলেন, মূলত ডিরেক্টর আমাকে ভেবেই গল্পটা লিখেছেন। আমাকে লিড ক্যারেক্টারে রেখে একটি রহস্যময় হত্যাকাণ্ডের গল্প তুলে ধরা হয়েছে ওয়েব ফিল্মটিতে। এতে টানটান উত্তেজনের একটা থ্রিলিং ব্যাপার আছে। ব্যক্তিগতভাবে আমার ক্রাইম থ্রিলার টাইপের কাজ পছন্দ, যা ‘অপলাপ’-এ রয়েছে। আবার পুলিশ অফিসারের রোল প্লে করতে ভালো লাগা থেকেও কাজটি করা। এখানে আমি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি, যেখানে আমাকে মার্ডার কেস ইনভেস্টিগেট করতে দেখা যাবে। পুরো বিষয়টিতে কিছু অ্যাডভাঞ্চারার্স ও থ্রিলিং টাইপ ব্যাপার আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here