আসছে ব্যাংকঋণের নতুন সুদ হার, জুলাই থেকে কার্যকর

0

ব্যাংকঋণের সুদ হার নির্ধারণে আসছে নতুন পদ্ধতি। আসছে নতুন সুদ হার। কার্যকর হবে জুলাই থেকে। রবিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় আলোচনা শেষে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। জানা গেছে, নতুন ব্যাংকঋণের সুদহার নির্ধারণ হবে ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের সঙ্গে সম্পর্ক রেখে। ট্রেজারি বিলের সুদহারের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ পর্যন্ত যোগ করা যাবে। বর্তমান ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ৬ দশমিক ৯৯ শতাংশ। ফলে এখনকার হিসাবে ঋণের সুদ হতে পারে সর্বোচ্চ ১০ শতাংশ।

তবে শেষ অবদি ব্যাংকঋণের সুদের সর্বোচ্চ হারের এ টেকনিকেল বিষয়গুলো ঠিক করবে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘শর্টটার্ম মান্থলি এভারেজ রেট বা স্মার্ট। তবে এখনই এটা চূড়ান্ত নয়। বাংলাদেশ ব্যাংক আরও পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভোক্তা ঋণে সর্বোচ্চ সুদহার কত হবে, তাও নির্ধারণ করে দেবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনের নেতৃত্বে সব বাণিজ্যিক ব্যাংকের এমডিরা ব্যাংকার্স সভায় যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here