‘পাঠান’ সাফল্যের পর এবার ছবিটির দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন কিং খান’খ্যাত শাহরুখ খান, যেটি হতে যাচ্ছে আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের ৮ম সিনেমা। ছবিটির শুটিং শুরু হবে আসছে ডিসেম্বরে।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, ‘পাঠান ২’ এর চিত্রনাট্য প্রায় সম্পন্ন করে ফেলেছেন আদিত্য চোপড়া। ‘টাইগার বনাম পাঠান’ এর আগে স্পাই ইউনিভার্সের ৮ম ফিল্ম হিসেবে ‘পাঠান ২’ মুক্তি পাবে। শুধু তাই নয়; এতে অগ্রিম দুজনের (শাহরুখ ও সালমান) লড়াইয়ের কিছু অংশ দেখানো হবে।
সূত্র জানিয়েছে, ‘পাঠান ২’ মহাবিশ্বের টেন্টপোল স্পাই ফিল্ম হিসাবে ডিজাইন করা হয়েছে যা সামনের সময়ে আরও বড় সংঘর্ষ সেট করবে। প্রকৃতপক্ষে, ‘টাইগার বনাম পাঠান’ এ তাদের বড় যুদ্ধের শুরুটা হবে ‘পাঠান ২’ থেকে।
উল্লেখ্য, গেল বছরে ‘পাঠান’ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। বিশ্বব্যাপী হাজার কোটির উপরে ব্যবসা করে। এতে শাহরুখ খান ছাড়াও ছিলেন জন আব্রাহাম, দীপিকা পাডুকোন।