আসছে ‘দাবাং ৪’, পরিচালনায় থাকছেন অভিনব কাশ্যপ!

0
আসছে ‘দাবাং ৪’, পরিচালনায় থাকছেন অভিনব কাশ্যপ!

‘দাবাং ৪’ নিয়ে ভক্তদের অপেক্ষার শেষ হতে চলেছে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক আরবাজ খান জানিয়েছেন, নতুন ছবির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দাবাং ৪ খুব তাড়াতাড়িই আসছে’, যদিও মুক্তির সময়সীমা নিয়ে স্পষ্ট কিছু জানাননি।

আরবাজ আরও জানান, ছবি নিয়ে সলমন খানের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, ‘দাবাং’ মানেই যে পর্দায় জোরদার অ্যাকশন এই ধারাবাহিকতা বজায় রাখবেন সালমান।

তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় পরিচালকের আসনে কে? বলিউডে জোর জল্পনা, ‘দাবাং ৪’ পরিচালনা করছেন অভিনব কাশ্যপ। সালমান-আরবাজের সঙ্গে তার তিক্ত সম্পর্কের ইতিহাস নতুন নয়। একসময় ‘দাবাং’ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে বিতর্ক ছড়িয়েছিলেন অভিনব। দাবি করেছিলেন, ‘দাবাং’-এর সেটে সালমান ও আরবাজের ঝামেলার জেরে একটি দৃশ্য বাদও দেওয়া হয়েছিল।

এই অতীত সম্পর্কের পরও অভিনব কাশ্যপকে ‘দাবাং ৪’-এ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, এতে বিস্মিত অনেকেই। তবে খান পরিবার বা অভিনব কেউই এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খোলেননি।

সূত্র: এই সময়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here