ফিরে আসছে দানব রাজা গডজিলা—আরও ভয়ংকর, আরও বিশাল আকারে। ২০২৩ সালে মুক্তি পাওয়া বহুল প্রশংসিত ছবি ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর পর থেকেই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সিক্যুয়েলের জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।
সোমবার তোহো স্টুডিয়োর অফিশিয়াল এক্স হ্যান্ডল ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নতুন সিনেমা ‘গডজিলা মাইনাস জিরো’-এর টিজার। টিজার মুক্তি পেয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। ভক্তদের ধারণা, এবার আরও বৃহৎ পরিসর ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে গডজিলা ফিরবে এক নতুন মহিমায়।
প্রথম ছবির মতোই সিক্যুয়েলটির দিকনির্দেশনা, চিত্রনাট্য ও ভিএফএক্সের দায়িত্বে আছেন তাকাশি ইয়ামাজাকি। তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন শিরোগামি—এই দু’জনই ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর জন্য পেয়েছিলেন ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার। প্রযোজনা করছে তোহো স্টুডিয়ো ও রোবট, যারা আগের ছবিরও প্রযোজক ছিল।
‘গডজিলা মাইনাস ওয়ান’ মুক্তির পর বিশাল সাড়া ফেলেছিল বিশ্বজুড়ে। জাপান ছাড়াও আমেরিকায় মুক্তি পেয়ে ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য অর্জন করেছিল। যুদ্ধোত্তর জাপানের প্রেক্ষাপটে নির্মিত সেই ছবিতে দেখানো হয়, কীভাবে বিধ্বস্ত এক জাতি নতুন করে মুখোমুখি হয় দানবীয় হুমকির।
তবে ‘গডজিলা মাইনাস জিরো’ সরাসরি আগের ছবির সিক্যুয়েল হবে নাকি সম্পূর্ণ নতুন গল্প নিয়ে আসবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি তোহো।

