আসছে কাজল আরেফিন অমি’র প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’

0

এই সময়ের আলোচিত নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, তিনি নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ, ওয়েব সিরিজসহ অনেক কিছু। তার প্রতিটি কন্টেন্ট পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা। ব্যাচেলর পয়েন্ট-এর কাবিলা, হাবু ভাই, পাশা ভাই, বোরহান ভাই, অন্তরা, ইভার পাশাপাশি সৃষ্টি করেছেন এতিম আকবর ও বডি সোহেলদের মতো দারুণ জনপ্রিয় কিছু চরিত্র।

নতুন বছরের শুরুতে এই নির্মাতা দর্শকদের জন্য নিয়ে আসছেন তার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’। দেশ ও প্রবাসের দর্শকদের কাছে তিনি মূলত কমেডি ঘরানার নাটকের পরিচালক হিসেবে পরিচিত হলেও ‘অসময়’-এ কমেডির পাশাপাশি বর্তমান সমাজের কিছু দিক নিয়ে কথা বলেছেন। ফিল্মটি ২০২৪ সালের জানুয়ারিতে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে রিলিজ পাওয়ার কথা রয়েছে। পহেলা জানুয়ারি ২০২৪-এ রিলিজ পেয়েছে ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here