আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি ঘর পুড়ে ছাই  

0

আখতার রাফি : আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ওই শ্রমিক শ্রমিক কলোনির ৪টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

শনিবার রাত ৮টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের আব্দুর রহমানের মালিকানাধীন কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টার দিকে ওই এলাকায় আগুনের খবর পেয়ে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৪টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here