আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে গরু বোঝাই ট্রাক ডাকাতি, ৩০টি গরু লুট

0

আখতার রাফি : আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে ৩০টি গরু বোঝাই ট্রাক ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, গতরাতে বগুড়া থেকে ৩০টি ছোট বড় গরু নিয়ে ঝিনাইদহ -ট -১১-১৯০৯ নম্বর ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে আশুলিয়া ডিইপিজেট এলাকায় পৌঁছলে র‌্যাব পরিচয়ে তিনটি মাইক্রোবাস দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রাইভার, হেলপারসহ গরু ব্যবসায়ীদের নামিয়ে মাইক্রোবাসে তুলে গরুর ট্রাক নিয়ে বাইপাইল পল্লী বিদ্যুৎ এলাকায় এসে গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে চন্দ্রার কাছে ড্রাইভার, হেলপারসহ তিনজন গরু ব্যবসায়ীকে মারধর করে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে গরুর ট্রাক নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ইতোমধ্যে লুট হওয়া মালামালসহ ডাকাতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here