আশুলিয়ায় বৈদ্যুতিক গ্রীডের ক্যাপাসিটর ব্যাংকে আগুন, ৪টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

0

 

আখতার রাফি : আশুলিয়ার বৈদ্যুতিক গ্রীডের ক্যাপাসিটর ব্যাংকে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ারসার্ভিসের ৪টি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার কবিরপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ক্যাপাসিটর ব্যাংক ভবনের ভেতরে আগুনের এই ঘটনা ঘটে।

ফায়ারসার্ভিসের তথ্য মতে, ক্যাপাসিটর ব্যাংকের একতলা ভবনের ভেতরে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ারসার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিস থেকে ২টি এবং কালিয়াকৈর ফায়ারসার্ভিস থেকে ২টিসহ মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে যোগ দেন। পরে প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ারসার্ভিস। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ারসার্ভিস।

কবিরপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ইনচার্জ সহকারী প্রকৌশলী মো: নাজিম উদ্দিন জানান, আড়াইটার দিকে ক্যাপাসিটর ব্যাংক ভবনের ভেতরে শব্দ শুনতে পাওয়া যায়। পরক্ষণেই ধোয়া দেখে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং ফায়ারসার্ভিসে খবর দেয়া হয়। পরে ভেতরে গিয়া দেখি ক্যাপাসিটর কক্ষের একটি রি-এক্টরে আগুন ধরেছে। এতে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে নির্দিষ্ট করে বলতে পারেননি এই কর্মকর্তা। তবে শুধুমাত্র ক্যাপাসিটর ব্যাংকের চারটা রি-এক্টরের মধ্যে শুধুমাত্র একটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

ফায়ারসার্ভিস জোন-৪ এর উপ-সহকারী পরিচালক মো: হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ৪টা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here