আখতার রাফি : আশুলিয়ায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকার নিলুফা আক্তারের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই বাড়ির আধাঁপাকা একটি ভবনে ৪টি কক্ষে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, রাত ৮ টার দিকে ওই বাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই বাড়ির ৪টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

