আশুলিয়ায় পুলিশকে উদ্দেশ্য করে গুলি; পিস্তলসহ ডাকাত গ্রেপ্তার ।

0



আখতার রাফি : সাভারের আশুলিয়ায় পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে পালানোর সময় ডাকাত চক্রের সদস্য মির্জা রুবেল ওরফে সুমনকে(৪৫) আটক করেছে পুলিশ। এসময় আটককৃত ওই ডাকাতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এ তথ্য নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকার সদরপুর রোডে ন্যাচারাল নার্সারীর সামনে ডাকাতির প্রস্তুতিকালে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত রুবেল টাঙ্গাইল জেলার সদর থানার নামদার কুমুল্লি (খান পাড়া) মহল্লার মির্জা বিষু ওরফে আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকায় টহল পুলিশ একদল ডাকাতদের রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিতে দেখে। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি দেখে টহল পুলিশদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে ডাকাতদের পুলিশ ধাওয়া করলে ডাকাত দলের সদস্য রুবেলকে আটক করে। তবে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। কিন্তু ডাকাতরা পালানোর সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আটককৃত রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬ টি মামলা রয়েছে। এঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here