আখতার রাফি :আজ রোববার (১৭-০৮-২০২৫ইং) বিকেলে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে (কুটুরিয়া) স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা করণে উঠান বৈঠক এর আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহাবুদ্দিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

