আশুলিয়ায় তারেক রহমানের পক্ষ থেকে ৪ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেছ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলা শাখা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে আশুলিয়ার ডেন্ডাবরে অবস্থিত যুবদল নেতা আইয়ুব খানের বাড়িতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ হোসনের সভাপতিত্বে সাধারণত সম্পাদক মোঃ আইয়ুব খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন বক্তারা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রিয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় সবাই যখন পালিয়ে যায় তখন জিয়াউর রহমান সাহসীকতার সাথে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে অনেকেই নয়া বন্দবস্তের কথা বলছেন। তারা কিছুদিন আগেও বিশ্ববিদ্যালয়ে সিট ভাগাভাগি করে থাকতেন। সেই তারা আজ শতশত গাড়ি বহর নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছে। তাদের এই টাকার উৎস কোথায়। তারা নয়া বন্দবস্তের নামে নির্বাচন নিয়ে টাল বাহানা করতে চাইছে। কিন্তু জনগন ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। তাই সরকারের কাছে আমাদের দাবি তারাতাড়ি নির্বাচনের ব্যবস্থা করে জনগনের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
উক্ত অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আইয়ুব খান বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এখন নতুন করে দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই। মো: আইয়ুব খান আরো বলেন, ঢাকা জেলা যুবদল তারেক রহমানের নির্দেশে সারাদেশে অসহায় দরিদ্র মানুষের পাশে ঈদ উপহার নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ যুবদলের নেতা ও কর্মীবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।