আশুলিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

0

আখতার রাফি: আশুলিয়ায় পৃথক অভিযানে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের হেফাজত থেকে নগদ টাকাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম।

এর আগে বুধবার ও মঙ্গলবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ডাকাত দলের সর্দার মোঃ মইনুল ইসলাম ও ডাকাত দলের সদস্য রাসেল মিয়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‍্যাব জানায়, গত ৯ অক্টোবর রাতে আশুলিয়ার ভাদাইলে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মইনুল ইসলামের নেতৃত্বে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে একত্রিত হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়। 

পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অপরাধীদের আইনের আওতায় আনতে ছায়াতদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আসামীদের অবস্থান সনাক্ত করা হয়। পরে ১৪ অক্টোবর রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের মূলহোতা মোঃ মইনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৩ অক্টোবর রাতে পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে রাসেল মিয়াকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হতে নগদ ৬ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা সহ ৩ টি তাজা গুলি, ১টি চাইনজি কুড়াল, ১ টি চাপাতি, ১ টি সুইচ গিয়ার চাকু, ১ টি পাঞ্চগিয়ার চাকু ও ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত।

গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here