আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি সাইদুল মোল্লা গ্রেফতার

0

 

আখতার রাফি : আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী সাইদুল মোল্ল্যাকে (৩৮) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ রবিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আশুলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য মাহবুব উল্লাহ সরকার বলেন, সকালে টঙ্গাবাড়ি এলাকা থেকে ছাত্র জনতা হত্যার ৩টি মামলার আসামী সাইদুল মোল্ল্যাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত সাইদুল মোল্ল্যা টঙ্গাবাড়ি এলাকার সিরাজ মাষ্টারের ছেলে। এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ৩টি ছাত্র হত্যা মামলার আসামি সাইদুল মোল্লা দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here