আশুলিয়ায় গাড়ি চালককে হাত-পা বেঁধে হত্যা

0

সাভারের আশুলিয়ায় আতিকুল ইসলাম আতিক নামের (৫০) নামের এক গাড়ি চালককে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা। সকালে ক্ষতবিক্ষত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গভীর রাতে আশুলিয়ার জামগড়ার রূপায়ন এলাকায় আতিকুল ইসলাম আতিক নামের ওই গাড়ি চালককে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে লাশ একটি মাঠের মধ্যে রেখে পালিয়ে যায়। পরে সকালে এলাকাবাসী তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here