আশুলিয়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার,

0

আখতার রাফি : আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলাসহ নাশকতা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।  

এর আগে গত ২৪ ঘন্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার শিমুলিয়া এলাকার গঙ্গা প্রসাদ ঘোষের ছেলে শক্তি প্রসাদ ঘোষ (৪৮), তিনি শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আঃ সাত্তার দেওয়ানের ছেলে মোঃ মামুন দেওয়ান (৩৬), তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ৬নং ওয়ার্ডের তথ্য বিষয়ক সম্পাদক, আশুলিয়ার শিমুলিয়া এলাকার গঙ্গা প্রসাদ ঘোষের ছেলে অন্নদাস প্রসাদ ঘোষ (৬৫), তিনি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক, আশুলিয়ার শিমুলিয়া এলাকার গোপাল সুত্রধরের ছেলে ভুলানাথ সুত্রধর (৫৮), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সদস্য, আশুলিয়ার কুরগাঁও টাট্টিবাড়ি এলাকার মৃত মোস্তাক আহম্মেদের ছেলে আশরাফুল ইসলাম নজরুল (৩৯), তিনি পাথালিয়া ইউনিয়ন যুবলীগের ৫নং ওয়ার্ডের প্রচার সম্পাদক, আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার মৃত দিদার আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম গফুঁর (৬০), তিনি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সদস্য, আশুলিয়ার রনস্থল গাজীরটেক এলাকার মৃত মঙ্গল ব্যাপারীর ছেলে মোঃ হারুন অর রশিদ (৩৭), তিনি শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে গত ২৪ ঘন্টায় আশুলিয়ার শিমুলিয়া, ইয়ারপুর ও পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন যুবলীগের সক্রিয় ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here