আশুলিয়ায় অসহায়-দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

0

রাউফুর রহমান পরাগ : আশুলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৪ টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট রশিদ মার্কেট এলাকায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ সানোয়ার হোসেনের নিজস্ব অর্থায়নে ছাত্রদল নেতা রাশেদ ভূইয়া ও সোহেল খন্দকারের তত্ত্বাবধানে এ ঈদ উপহার বিতরণ করা হয়। 

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষ থেকে আমরা আশুলিয়া থানা ছাত্র এই এলাকার প্রায় শতাধিক অসহায়-দুস্থদের পাশে দাড়ানো চেষ্টা করেছি। আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here