আখতার রাফি : আশুলিয়ায় অজ্ঞাত এক নারীকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি জালাল উদ্দিন হত্যাকান্ডের রহস্য উৎঘাটনের বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা জেলা ডিবি পুলিশ উত্তর জানায়, চলতি বছরের ২৭ জানুয়ারি আশুলিয়ার কুমকুমারী এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। এঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা হলে তা ছায়া তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। পরে গত ৯ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী বিদ্যুৎ মন্ডলকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে।
পরে বিদ্যুৎ মন্ডল উক্ত হত্যার ঘটনা সম্পর্কে নিজের সম্পৃক্ততা স্বীকার করে এবং তার ছোট বোন জামাই শাকিরুল ইসলাম হত্যার সাথে জড়িত আছে মর্মে জানায়। পলাতক আসামী শাকিরুল ইসলামকে গ্রেফতারের লক্ষে, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা জেলার ডিবি উত্তর। অভিযানের অংশ হিসেবে সকালে দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে মিরপুর বড়বাজার (শামীম এর অটো রিক্সার গ্যারেজের সামনে হইতে উক্ত হত্যা মামলার পলাতক আসামী শাকিরুল ইসলামকে গ্রেপ্তার করে। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেন। অজ্ঞাতনামা নারীর পরিচয় জানতে চাইলে সে জানায়, মৃত অজ্ঞাতনামা নারীর নাম নারগিস আক্তার (২৭)। নারগিস আক্তার সম্পর্কে তার ভাবী ( শাকিরুলের স্ত্রীর বড় ভাইয়ের ৩ নং স্ত্রী)। সে আরোও জানায়, তার স্ত্রীর বড় ভাই বিদ্যুৎ মন্ডল যোগসাজসে উক্ত হত্যার ঘটনা ঘটিয়েছে।

