আশুলিয়ায় অজ্ঞত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার 

0

আখতার রাফি : আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তার ক্ষতবিক্ষত গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার ভোর পাঁচটা ৩০ মিনিটে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত এক যুবকলের গুলিবিদ্ধ লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানায়, ওই যুবকের গলায় গুলির চিহৃ রয়েছে। দুর্বৃওরা কোন এলাকায় তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো যানা যায়নি।

এবিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন,  আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে তবে তার পরিচয় এবং কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা বিস্তারিত জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here