আখতার রাফি : আশুলিয়ায় অগ্নিকান্ডে একটি ফার্মেসী, মুদি দোকান ও খাবার হোটেল ভস্মীভূত হয়েছে। এসময় আগুনে সমস্ত মালামাল পুড়ে যায়। এছাড়া অগ্নিকান্ডের ঘটনায় পাশের একটি স্কুলের দুটি কক্ষ ও কক্ষে থাকা ব্রেঞ্চ পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী মালিক পক্ষের। ফায়ারসার্ভিসের দুইটি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার শিমুলিয়া টেংগুরি পুকুরপাড় এলাকার হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন মার্কেটে আগুনের এ ঘটনা ঘটে।
স্থানীয় আনোয়ার হোসেন ও পরিতোষ সরকার জানান, ভোর সাড়ে ৫টার দিকে দোকানের ভেতর থেকে বিকট শব্দ হয়। দ্রুত এসে দেখেন দোকানে আগুন জ্বলছে। এসময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ারসার্ভিসে খবর দেন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে আশরাফুল ইসলামের ফার্মেসী, আসুদেবের খাবার হোটেল এবং আল আমিনের মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ারসার্ভিস জানান, আগুনে একটি ফার্মেসী, একটি মুদি দোকান ও একটি খাবার হোটেল পুড়ে যায়। এসময় আগুন পাশের একটি গ্রীন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে আগুন ছড়িয়ে পড়ে এবং দুটি কক্ষ ভস্মীভূত হয়।
ডিইপিজেড ফায়ারসার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, খবর পেয়ে দুটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তিনটি দোকান ও স্কুলের দুটি কক্ষ পুড়ে গেছে। আনুমানিক তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।