ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্যতম বৃহত্তম আল শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েলের স্থল বাহিনী। তাদের অভিযোগ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সদর দফতরের ওপরে হাসপাতালটির অবস্থান।
গত মাসে ইসরায়েলি সেনাবাহিনী একটি ভিডিও প্রকাশ করে। এটি ছিল স্যাটেলাইট চিত্র এবং অ্যানিমেটেড গ্রাফিকসের সংমিশ্রণ। ভিডিওতে দাবি করা হয়, হাসপাতালটির নিচের অংশ হামাস ব্যবহার করছে বলে তাদের কাছে প্রমাণ আছে। তারা আরো দাবি করেছে, সেখানে হামাসের সুড়ঙ্গ, বৈঠককেন্দ্রসহ আরো বেশ কিছু সুযোগ-সুবিধা আছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে হামাস।
এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে দাবি করেছে, ইসরায়েলি বাহিনী আল শিফা হাসপাতালের ভেতরে অভিযান শুরু করলেও সেখানে কোনো ধরনের প্রতিরোধের মুখোমুখি হয়নি তারা।
মেডিকেল কমপ্লেক্সের ভেতরে অবস্থান করছেন এমন একজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন আল জাজিরার সাংবাদিক।
ওই ব্যক্তি আল জাজিরাকে জানিয়েছে, “ইসরায়েলি বাহিনী ভেতরে ঢোকার পর যারাই নড়াচড়ার চেষ্টা করেছে তাকে হত্যা করতে চেয়েছে। তাই কেউ কিছু করেনি। হাসপাতালের ভেতরে কোনো ধরনের প্রতিরোধের মুখোমুখি হয়নি তারা।”
তিনি বলেন, “কিছু মার্কিন সংবাদমাধ্যম দাবি করেছে যে, হাসপাতালের ভিতরে হামাসের সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক রয়েছে। এটি মোটেও সত্য নয়।” সূত্র: আল জাজিরা