আল শাবাবের সঙ্গে ড্র করলো আল-নাসর

0

আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ১০ জনের আল নাসর। ম্যাচে আল নাসরের হয়ে একটি গোল করেন রোনালদো। শুক্রবার (৭ মার্চ) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের ৪৪ মিনিটে আসে প্রথম গোল। আল শাবাবের হয়ে পেনাল্টি থেকে গোল করে হামদাল্লাহ। পরে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আল-নাসরের আবদুল্লাহ সালেম গোল করেন। এর কিছুক্ষণ পর গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধে আল-শাবাব সমতা আনে।  ৬৭তম মিনিটে গোল করেন আল শোয়েরেখ।

৫২তম মিনিটে আল-নাসরের মাজিদ আল-ফাতিল লাল কার্ড পেয়ে তার দলকে দশজন খেলোয়াড়ের ব্যবধানে পরাজিত করার পর খেলা আরও জমে ওঠে।

এদিন সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবারের বিপক্ষে গোল করে অনন্য এক কীর্তিতে নাম লিখিয়েছেন রোনালদো। যেটি তার পেশাদার ক্যারিয়ারে ৯২৬তম গোল। মজার বিষয় হচ্ছে যার অর্ধেক গোল তিনি করেছেন বয়স ৩০ পার হওয়ার পর। অর্থাৎ বয়স ৩০ হওয়ার আগে ৪৬৩ আর ৩০ পার করে আরও ৪৬৩ গোল।
 
আরও সহজ করে বললে ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরুর পর ৩০ বছর বয়স পর্যন্ত যত গোল করেছিলেন, গত এক দশকেও করেছেন সে সমান সংখ্যক গোল। অথচ এ বয়সে অনেকেই বুটজোড়া তুলে নিজের তরুণ ক্যারিয়ারের স্মৃতিরোমন্থন করেন।

সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৩১ ম্যাচ খেলে ২৬ গোল করার পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। কিন্তু পর্তুগিজ তারকা ছন্দে থাকলেও সৌদি প্রো লিগে বাজে সময় কাটছে আল নাসরের। ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে দলটি। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১০। ফলে এ মৌসুমেও শিরোপার আশা একপ্রকার শেষ রোনালদোদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here