আল নাসরকে উড়িয়ে দিল আল হিলাল

0

অবশেষে হারের স্বাদ পেল আল নাসর। ঘরের মাঠে আল নাসরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আল হিলাল। 

গতকাল শুক্রবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি প্রো লিগের খেলায় আল হিলালের বিপক্ষে মাঠে নামে আল নাসর। প্রথমার্ধে কঠিন লড়াই অবতীর্ণ হয় দুই দল। গোল পায়নি কেউই।

এর ৪ মিনিট পর দলের তৃতীয় গোল আর নিজের দ্বিতীয় গোল করেন আল হিলালের জয় নিশ্চিত করেন মিত্রভিচ। এরপর অতিরিক্ত সময়ের ৩তম মিনিটে লালকার্ড দেখেন আল হিলালের ডিফেন্ডার আলি আল বুলাইহি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় পায় আল হেলাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here