আল-জাজিরা বন্ধের সিদ্ধান্ত বিপজ্জনক : ইসরায়েলি সাংবাদিক

0

ইসরায়েলের মন্ত্রিসভা গাজা যুদ্ধ চলা অবস্থায় দেশটিতে আল-জাজিরার কার্যক্রম বন্ধ করেছে। আল-জাজিরাকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করছে দেশটি।

ইসরায়েলি সাংবাদিক হাগাই মাতার বলেছেন, আল জাজিরার ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা ‘অপরাধমূলক এবং অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত।’

ইসরায়েলি সাংবাদিক আল জাজিরাকে বলেছেন, নিষেধাজ্ঞাটি ‘স্পষ্টতই একটি অপরাধমূলক এবং খুব বিপজ্জনক সিদ্ধান্ত’ এবং এই পদক্ষেপটিকে ইসরায়েলের ওপরও আক্রমণ হিসাবে বর্ণনা করেছেন তিনি। কারণ, এটি দেশের (ইসরায়েলের) নাগরিকদের বিকল্প তথ্যের উৎসকে অস্বীকার করে।

মাতার বলেন, ইসরায়েলি গণমাধ্যমে গাজা থেকে আসা তথ্যে আমাদের খুব সীমিত প্রবেশাধিকার রয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলের মধ্যে আল জাজিরার সাংবাদিকদের অনুপস্থিতির অর্থ হলো, ইসরায়েলের সমাজের বিভিন্ন কণ্ঠস্বরও বিশ্বজুড়ে কম শোনা যাবে।

এদিকে  ইসরায়েলের রাজধানী জেরুজালেমের একটি হোটেল কক্ষে রবিবার তল্লাশি চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ওই কক্ষটি কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহার করছিল। ইসরায়েলি কর্তৃপক্ষ ও আল-জাজিরার সূত্র রয়টার্সকে তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here