আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল

0
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল

মিশরের ঐতিহাসিক আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই জানাজা ও বিশেষ দোয়া মাহফিলে দেশি-বিদেশি শিক্ষার্থী, হল-কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক মিশন সিটি তথা হলের প্রধান ড. ইসাম ইসমাইল কাজী স্বয়ং এই গায়েবানা জানাজায় শরিক হন। হল মসজিদে অনুষ্ঠিত এই জানাজায় বিভিন্ন দেশের শিক্ষার্থী এবং হলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শরিফ ওসমান হাদির আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশি ছাত্রদের আয়োজনে জানাজা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত সকলের মাঝে এক গভীর আবেগাপ্লুত পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সকলে কায়মনোবাক্যে শহীদ শরিফ ওসমান হাদি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here