আলোচনা ছেড়ে অভিনয়ে মিষ্টি জান্নাত

0
আলোচনা ছেড়ে অভিনয়ে মিষ্টি জান্নাত

অনেক দিন ধরে শাকিব খানকে নিয়ে আলোচনায় মুখর থাকা নায়িকা মিষ্টি জান্নাত অবশেষে বড়পর্দায় অভিনয়ে ফিরলেন। 

প্রথমবারের মতো তিনি জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শিপন মিত্রের সঙ্গে।  চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিকের ‘বিবর’ সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তারা। সিনেমাটির গল্প লিখেছেন দেওয়ান নাজমুল। সংলাপ রচনা করেছেন বাবুল রেজা। 

পরিচালক সায়মন তারিক বলেন, ‘চলতি মাসের শেষের দিকে বিবর-এর শুটিং শুরু হবে। একটানা কাজ করে দৃশ্যধারণ শেষ করার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে একটি গানের কাজ শেষ হয়েছে। দর্শকদের জন্য এটি হবে এক নতুন জুটি ও নতুন গল্পের সিনেমা।’ 

সিনেমার গল্পের প্রশংসা করে মিষ্টি জান্নাত বলেন, ‘অন্যরকম একটি গল্পে কাজ করতে যাচ্ছি। গল্পটা আমার কাছে ভালো লেগেছে বলেই এতে যুক্ত হয়েছি। মানসিক বিপর্যয়ের কারণে গত মাসে নির্ধারিত শুটিং করতে পারিনি। এখন আবার নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছি।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here