আলোকস্বল্পতায় স্থগিত ফেডারেশন কাপের ফাইনাল

0

বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক বিরল ঘটনার সাক্ষী হলো আজকের ফেডারেশন কাপ ফাইনাল। আলো স্বল্পতার কারণে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার বহুপ্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়েছে।

ম্যাচে ১-১ গোলে সমতা থাকার পর অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় খেলা চলছিল দ্বিতীয় অতিরিক্তার্ধে। কিন্তু ১০৫ মিনিটে আলোকস্বল্পতার কারণে রেফারি সাইমন খেলাটি স্থগিত ঘোষণা করেন। দুই দলের অধিনায়কের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছান তিনি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ম্যাচের ৬ মিনিটে সাদ উদ্দিনের ফ্রি-কিক থেকে হুয়ান লেসকানোর হেডে গোল করে এগিয়ে নেয় দলকে। বসুন্ধরার জার্সিতে এটি ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রথম গোল। তবে ১৫ মিনিটেই এমেকা ওগবাগের পাসে গোল করে আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম।

বিরতির পর কালবৈশাখী ঝড়ের কারণে প্রায় একঘণ্টা খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে উভয় দল একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। ম্যাচের উত্তেজনা চূড়ায় পৌঁছায় অতিরিক্ত সময়ে, যেখানে ১০৩ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখে বসুন্ধরাকে ১০ জনের দলে পরিণত করেন।

অবশেষে আলোর অভাবে ম্যাচটি স্থগিত করতে বাধ্য হন রেফারি। এখনো নির্ধারিত হয়নি বাকি সময়ের খেলা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে বাফুফে লিগ কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here