বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’র (বারি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের আওতায় প্ল্যান্ট ডিজিস ডায়গনস্টিক ল্যাবরেটরি মঙ্গলবার বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক আইএসও ১৭০২৫ : ২০১৭ সনদ প্রাপ্তির মাধ্যমে এ্যাক্রেডিটেশন পেয়েছে। এই এ্যাক্রেডিটেশন প্রাপ্তির ফলে আলুতে ব্রাউন রট রোগের উপস্থিতি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শনাক্তকরণ করা যাবে। এর ফলে বাংলাদেশ থেকে রাশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে আলু রপ্তানির পথ উন্মুক্ত হবে এবং বাংলাদেশে উৎপাদিত উদ্বৃত্ত আলু রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।
মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ধীন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কার্যালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলামের (অতিরিক্ত সচিব) কাছ থেকে প্ল্যান্ট ডিজিস ডায়গনস্টিক ল্যাবরেটরির এ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ করেন।