আলী আমজদের ঘড়ির সামনে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

0
আলী আমজদের ঘড়ির সামনে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। তার আগে আজ (রবিবার) সিলেটের সুরমা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক আলী আমজদের ঘড়িঘরের সামনে উন্মোচিত হলো বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি।

অনুষ্ঠানে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। দুই অধিনায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির কর্মকর্তারা এবং স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

১৮৭৪ সালে নির্মিত এই ঐতিহাসিক ঘড়িঘরটি সিলেটের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিনব্রিজের ডান পাশে অবস্থিত। সিলেটের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান তাঁর ছেলে আলী আমজদের নামে নির্মাণ করেন ঘড়িটি। লোহার খুঁটির ওপর ঢেউটিন দিয়ে গম্বুজ আকৃতিতে নির্মিত স্থাপনাটি আজও সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী নিদর্শন।

ঘড়িটির ব্যাসার্ধ আড়াই ফুট এবং কাঁটার দৈর্ঘ্য প্রায় দুই ফুট। এর সামনে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও ক্রিকেটকে একসঙ্গে যুক্ত করা হয়েছে, যা নিঃসন্দেহে স্থানীয় পর্যটন ও ক্রীড়া সংস্কৃতির প্রসারে নতুন মাত্রা যোগ করবে।

আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর থেকে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here