কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জগতে আলিবাবার উপস্থিতি নতুন নয়। ২০২৩ সালে তারা ‘কোয়েন’ নামের লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) নিয়ে হাজির হয়। এবারও আলিবাবা নতুন একটি ফাউন্ডেশনাল এআই মডেল নিয়ে এসেছে। নতুন মডেলটি ল্যাপটপের পাশাপাশি স্মার্টফোনেও অ্যাক্সেস করা যাবে।
আলিবাবার নতুন এআই মডেল কোয়েন২.৫-অমনি-৭বি-বাজারে এসেছে। উচ্চসক্ষমতাসম্পন্ন মডেলটি ওপেন সোর্স, ফলে তৃতীয়-পক্ষ ডেভেলপার বা প্রতিষ্ঠান চাইলে নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যাবে। ‘কোয়েন২.৫-অমনি-৭বি’ নামের মাল্টিমডাল এআই মডেলের কল্যাণে সাধারণ ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন কাজে উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।
আলিবাবা জানিয়েছে, নতুন এই মডেলটি বিভিন্ন ধরনের ইনপুট (টেক্সট, ইমেজ ও অডিও-ভিডিও) থেকে তৎক্ষণাৎ (রিয়েল টাইমে) টেক্সট বা অডিও আকারে আউটপুট জেনেরেট করতে সক্ষম। নতুন এই মডেলটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তাৎক্ষণিকভাবে (রিয়েল টাইমে) অডিও ডেসক্রিপশন জেনারেট করতে সক্ষম।