আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

0
আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তঘেঁষা পাহাড়ি ও জনবিরল এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

বার্তা সংস্থা এপি ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক শূন্য। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।  

ইউএসজিএস জানায়, আলাস্কার রাজধানী জুনো থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পরে আপাতত কোনো সুনামির আশঙ্কা নেই।

সূত্র: গালফ নিউজএপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here