আলজেরিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

0

আলজেরিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রবিবার বিকেলে উপদেষ্টার সচিবালয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। এ সময় দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন তারা।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক বাণিজ্য পরিস্থিতি ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক যোগ এ সম্পর্ককে শক্তিশালী করেছে। মাধ্যমে দুদেশের জনগণের সম্পর্ক নিবিড় হবে। আমাদের বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে।

আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধিকে সম্ভাবনার নতুন ক্ষেত্র বলে অবিহিত করেন তিনি। 

এ সময় বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে আলজেরিয়ার ভূমি ব্যবহার করে কৃষির বিকাশে (কন্ট্রাক্ট ফার্মিং) কাজ করার আগ্রহ প্রকাশ করেন উপদেষ্টা।

আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়ায় গার্মেন্ট পণ্যসহ সব পণ্যের বাজার রয়েছে বাংলাদেশের। বিদ্যমান সুযোগকে বাংলাদেশের কাজে লাগানো উচিত। 

আলজেরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি।

আবদেলোহাব সাইদানি বলেন, রমজান উপলক্ষ্যে আলজেরিয়া থেকে উন্নত মানের খেজুর আমদানি হয়। সার ও জ্বালানি বিষয়েও বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে। 

রাষ্ট্রদূত বাংলাদেশে টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here