প্রাক-মৌসুম প্রস্তুতির সময় হাঁটুতে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন গাব্রিয়েল জেসুস। অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে উঠে এখন ফেরার জন্য তিনি প্রস্তুত। আর্সেনালের আসছে ম্যাচে এই ব্রাজিলিয়ানের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ মিকেল আর্তেতা।
চলতি মাসের শুরুতে এমিরেটস কাপে মোনাকোর বিপক্ষে ম্যাচের আগে জেসুসের চোটের খবর জানায় আর্সেনাল। এরপর হাঁটুর একটি ছোট অস্ত্রোপচার করা হয় তার। ওই সময় আর্তেতা বলেছিলেন, কয়েক সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন এই ২৬ বছর বয়সী।