আর্সেনাল-বায়ার্ন ম্যাচও ড্র

0

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চার দলের কেউই আজ জয় নিয়ে ফিরতে পারেনি। রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির মতোই অবিচ্ছিন্ন থেকে ম্যাচ শেষ করতে হয়েছে আর্সেনাল-বায়ার্ন মিউনিখকে। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-২ গোলে ড্র করেছে দুই দল।

১৪ বছরে এবারই প্রথম আসরের কোয়ার্টার ফাইনালে ওঠেছে আর্সেনাল। ঘরের মাঠে ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় তারা। বেন হোয়াইটের পাস থেকে ডেডলক ভাঙেন বুকায়ো সাকা। ছয় মিনিট বাদে অবশ্য সার্জ গ্যানাব্রির গোলে সমতায় ফেরে বায়ার্ন। বিরতির আগেই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগটা লুফে নেয় সফরকারীরা। সেটা আর কেউ নয়, বরং হ্যারি কেইনের মাধ্যমেই।

দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের চেনা রূপে ছিল না আর্সেনাল। তবে বদলি হিসেবে নামার পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লিয়ান্দ্রো ত্রসার্ড। গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে কোনাকুনি শটে গানারদের সমতায় ফেরান তিনি। তবুও এই ড্রয়ে কিছুটা হতাশই হবে গানাররা। কেননা ম্যাচের একদম শেষ সময়ে পেনাল্টির আবেদন জানান সাকা। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার তাকে ফাউল করেছে বলে দাবি করছিলেন তিনি। কিন্তু তার আবেদনে সাড়া দেননি রেফারি। তাই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের। দ্বিতীয় লেগে ১৭ এপ্রিল আলিয়েঞ্জ অ্যারেনায় তাদের আতিথ্য দেবে বায়ার্ন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here