আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

0
আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

চট্টগ্রাম সেনানিবাসে আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, আর্মি মেডিকেল কলেজের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং অধ্যক্ষ।

উদ্বোধনী বক্তব্যে সেনাবাহিনী প্রধান দেশের চিকিৎসা খাতে আর্মি মেডিকেল কলেজ এবং নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ অবদানের আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, কমান্ড্যান্ট, বিআইআরসি, সেনাবাহিনীর মিলিটারি সেক্রেটারি, অ্যাডজুটেন্ট জেনারেল, প্রাক্তন অধ্যক্ষগণ, আর্মি মেডিকেল কলেজের চীফ এক্সিকিউটিভ অফিসার ও অধ্যক্ষ, ফ্যাকাল্টিগণ, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন পদবীর সেনাসদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here