আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের ভেন্যু বদলে যেতে পারে

0

চলতি বছরের ৯ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার কথা আর্জেন্টিনার। নিরপেক্ষ ভেন্যু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচটির ভেন্যু পরিবর্তন করার কথা ভাবছে।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন মতে, শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের ভেন্যু পরিবর্তন করে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আনতে চায় এএফএ। 

তবে এএফএ’র জন্য কাজটি মোটেও সহজ হতে যাচ্ছে না। কারণ এই ম্যাচ আয়োজনের পেছনে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক কোম্পানি। এই কোম্পানির সঙ্গে একটি চুক্তিতে সই করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের সম্মতি পেলেই কেবল ভেন্যু পরিবর্তন করতে পারবে এএফএ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here