আর্জেন্টিনার ক্লাব ফুটবলে অভিষেকটাও ভালোভাবেই রাঙিয়েছেন জামাল ভূঁইয়া। দেশটির তৃতীয় স্তরের লিগে তোরনেয়ো ফেদারেল ‘এ’-র ম্যাচে হেরমিনালকে ২-১ গোলে হারিয়েছে জামালে দল সোল দে মাইয়ো। টানা দুই ড্রয়ের পর জয়ে ফিরেছে দলটি।
প্রথমে ফের্নান্দো ভালদোবেনিতো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জামাল। মূলত তার গোলেই দলের জয় নিশ্চিত হয়েছে।
প্রথমার্ধের যোগ করা সময়ে হুয়ান মোত্রোনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় হেরমিনাল। ৮০তম মিনিটে পেনাল্টি পায় সোল দে মাইয়ো। নিখুঁত শটে জালে বল পাঠিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপনে মাতেন জামাল। সোল দে মাইয়োর জয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই। ৮৭তম মিনিটে এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে হেরমিনাল।