আরো এক হামাস কমান্ডারকে হত্যার দাবি করল ইসরায়েল

0

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা হামাসের কমান্ডার আহমেদ সিয়ামকে হত্যা করেছে। 

এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইসরায়েলের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, সিয়ামকে হামাসের আরো কয়েক যোদ্ধার সাথে আল বুরাক স্কুলে লুকানো অবস্থায় হত্যা করা হয়েছে। 

ইসরায়েলি সেনাদের দাবি, গাজা উপত্যকায় স্থানীয় বাসিন্দাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে হামাস যোদ্ধারা।  

তবে এখনো সিয়ামের মৃত্যুর খবর নিশ্চিত করেনি হামাস। আন্তর্জাতিক কোনো গণমাধ্যমও ইসরায়েলের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here