ইরানের মহাকাশ গবেষণা সংস্থা বা আইএসএ’র প্রধান হোসেইন সালারিয়ে জানিয়েছেন, ইরান আরো উন্নতমানের পার্স-টু ইমেজিং স্যাটেলাইট তৈরি করছে। এই স্যাটেলাইটে অতিমাত্রায় নিখুঁত রিমোট সেন্সিং ব্যবহার করা হয়েছে।
একইসাথে হোসেইন সালারিয়ে জানিয়েছেন, চলতি ফারসি বছরের শেষ নাগাদ ইরান মহাকাশে একটি বায়ো-ক্যাপসুল উৎক্ষেপণ করবে।
ইরানি মহাকাশ গবেষণা সংস্থার প্রধান আরো বলেন, তেহরান এরইমধ্যে কয়েকটি মিনি ও মাঝারি স্যাটেলাইটের নির্মাণ কাজ শুরু করেছে। এর পাশাপাশি নাহিদ-৩ স্যাটেলাইটের নির্মাণ কাজও শুরু করেছে ইরান। এই স্যাটেলাইট হবে ইরানের জন্য আপাতত সবচেয়ে আধুনিক ও অভিজাত স্যাটেলাইট।