ইসরায়েলের আরেকটি ড্রোন মিসাইল নিক্ষেপ করে ধ্বংস করার দাবি করেছে লেবানন প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ।
সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবহার করে দক্ষিণ লেবাননে ঢুকে পড়া ইসরায়েলি ড্রোনটি ধ্বংস করা হয়েছে।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত হিজবুল্লাহর ড্রোন ধ্বংসের দাবি নিয়ে ইসরায়েলের কোনো মন্তব্য জানা যায়নি।
এদিকে, গত ৭ অক্টোবর যখন ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে, তখন থেকেই উত্তেজনা বাড়ছিল। ক্রমেই হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সেই উত্তেজনা আরো বাড়ছে। সূত্র: আল জাজিরা