আরিয়ান-অনন্যার গভীর বন্ধুত্ব বদলে গেছে তিক্ততায়?

0

অনন্যা পাণ্ডেকে আবারও উপেক্ষা করলেন শাহরুখপুত্র আরিয়ান খান? মুম্বাইয়ে নিতা মুকেশ আম্বানী কালচার সেন্টার-এর উদ্বোধনী পার্টিতে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং হলিউডের তারকারা। সেখানেই আবার দেখা গেল চেনা দৃশ্য। শাহরুখ খান গোটা পরিবার-সহ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। কন্যা সুহানা খানের সঙ্গে গল্প জমে উঠেছিল তার বাল্যবন্ধু চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যার। পাশেই দাঁড়িয়েছিলেন আরিয়ান, অনন্যাকে একবারও ‘হাই’ পর্যন্ত বললেন না। নেটিজেনদের চোখ এড়াল না সেই দৃশ্য। আরিয়ান এবারও পাশ কাটিয়ে অন্য দিকে চলে যেতে অনন্যার মুখের ঝলমলে হাসিটি হঠাৎ মিলিয়ে গিয়েছিল।

আদিত্য রায় কাপুরের সঙ্গে তাকে দেখা গেলেও অনন্যার প্রথম পছন্দ যে শাহরুখ-পুত্রই, এ কথা সকলে জানেন। এদিকে আরিয়ান অন্তর্মুখী স্বভাবের। নারীদের সঙ্গে অত্যন্ত সাবধানে মেলামেশা করেন। তবে যাদের পছন্দ করেন, তাদের সঙ্গে খোলামেলাভাবেই মেশেন। যেমন কিছু দিন আগেই পাকিস্তানের অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে বের হতে দেখা গেছে তাকে। হাসি-আড্ডায় মশগুল আরিয়ানকে দেখা গেছে নোরা ফাতেহির সঙ্গেও। তবে অনন্যার প্রতি যে তার সেটুকুও আগ্রহ নেই, তা যেন বারবার নির্মমভাবে বুঝিয়ে দিয়েছেন শাহরুখ-পুত্র। আম্বানীদের পার্টিতেও ‘লাইগার’ অভিনেত্রীকে চিনতেই পারলেন না আরিয়ান। গত বছর মাধুরী দীক্ষিত অভিনীত ‘মজা মা’ ছবি ওটিটিতে মুক্তির আগে ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করেছিলেন নির্মাতারা। সেখানেও নজরে আসে আরিয়ান-অনন্যার এই শীতল সমীকরণ। সন্ধ্যায় একঘর অতিথির মাঝে হাতে আঁচল ফেলে দাঁড়িয়ে ছিলেন অনন্যা। পাশ দিয়ে চলে গিয়েছিলেন আরিয়ান। সেবারও তাকে চিনতে পারেননি ‘বাদশা’-পুত্র। এই উপেক্ষার কারণ কী?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here